• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

‘ময়না’র মিউজিক ভিডিওতে বুবলীর চমক

প্রকাশিত: ১৯:৪৯, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘ময়না’র মিউজিক ভিডিওতে বুবলীর চমক

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ভিন্ন ভিন্ন চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকমন জয় করে নিয়েছেন। তবে এবার সিনেমায় নয়, বরং একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি নতুন কাজ নিয়ে দর্শকের সামনে এসেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে গত মঙ্গলবার (২৯ জুলাই) ইউটিউবে প্রকাশিত হয়েছে বুবলীর মিউজিক ভিডিও ‘ময়না’ । 

‘ময়না’ গানটির মাধ্যমেই প্রথমবার সিনেমার গানের বাইরে একক কোনও মিউজিক ভিডিওতে বুবলী পারফর্ম করলেন। আর প্রথম গানেই তিনি বাজিমাত করেছেন। তবে মিউজিক ভিডিও হলেও সিনেমার আইটেম গানের চেয়ে কোনো অংশে কম নয় বুবলী অভিনীত গান ‘ময়না’। বরং ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে  জমকালো গানটি।

গানটিতে বুবলীর সঙ্গে সহ- অভিনেতা হিসেবে কাজ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল এবং তার সহশিল্পী হিসেবের কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। ‘ময়না’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত।

অন্যদিকে, বুবলীর সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।

প্রসঙ্গত, ‘ময়না’ শিরোনামের গানের দর্শকপ্রিয় এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2