• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাঁধন-সোহানার ভার্চুয়াল দ্বন্দ্ব

প্রকাশিত: ১৮:২৯, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাঁধন-সোহানার ভার্চুয়াল দ্বন্দ্ব

আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা

জুলাই বিপ্লব যেমন দেশের জনগণের মনে নানা মতপার্থক্যের জন্ম দিয়েছিল, তেমনি দেশের বিনোদন জগতের তারকাদের মধ্যেও তৈরি হয়েছিল বিভাজন। যার রেশ চলতি বছরে এসেও বিদ্যমান। সম্প্রতি সেই জুলাইকে কেন্দ্র করেই এক ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।

আজমেরী হক বাঁধনের এক  ফেসবুক পোস্টে অনুসারীর কমেন্টের প্রেক্ষিতে সোহানা সাবার ফেসবুক পোস্টকে ঘিরেই এই দ্বন্দ্বের সূত্রপাত। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা। 

জুলাই আন্দোলনের সময় দেশের এই দুই অভিনেত্রীই আলোচনায় ছিলেন। তবে আন্দোলনকে ঘিরে দুজনের ছিল বিপরীতমুখী অবস্থান। বিপ্লবের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখে পড়েন অভিনেত্রী। পরবর্তীতে এসব ট্রলের জবাব দিতে  মুখ খোলেন বাঁধন। অন্যদিকে সোহানা সাবা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষালম্বনকারী হিসেবে আলোচনায় ছিলেন। আলো আসবেই গ্রুপের সদস্য হিসেবে সমালোচিতও হন তিনি। 

তবে হঠাৎ করেই দুই শিল্পীর সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মূলত, গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। বাঁধনের সেই পোস্টে করা এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে একটি পোস্ট দেন সোহানা সাবা। পোস্টের ক্যাপশনে সোহানা সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন... হয়তো দিদিটিকে ব্লকও করেছেন... ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

সোহানা সাবার শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশে করা সেই নারীর মন্তব্যটি ছিল, ‘সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন... আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’ এই পোস্টের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। তিনি লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হল এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।’

সোহানা সাবার সেই কটাক্ষমূলক পোস্টের কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরী হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। 

পরোক্ষভাবে সোহানা সাবার উদ্দেশ্যে দেয়া সেই পোস্টে বাঁধন লেখেন, ‘আমার কিছু সহকর্মী— যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।’

বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ্য করেই। বাঁধনের এই পোস্টের প্রত্যুত্তরে সোহানা সাবা কোন পোস্ট করবেন কিনা সেটা জানতেই এখন নেটিজেনরা উৎসুক।

বিভি/জোহা

মন্তব্য করুন: