এবার গান গাইলেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি
সিনেমার থেকে অন্য কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তিনি গান গেয়ে হলেন খবরের শিরোনাম।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি। ভিডিওতে দেখা গেছে, হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন এই নায়িকা।
সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো গানটি গাইতে শোনা যায় মাহির কণ্ঠে।
মাহি গান গাওয়ার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।’
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া। সেখানে চারপাশ ঘুরে-ফিরে দেখছেন তিনি। ব্যক্তিগত অবসর সময় উদযাপনের জন্যই নিউইয়র্ক সফর তার।
বিভি/জোহা
মন্তব্য করুন: