এফডিসিতে চলচ্চিত্রের কালো দিবস উদযাপন
গত বছর জুলাই আন্দোলন চলাকালীন ২ আগস্ট বিটিভি এবং ৩ আগস্ট বিএফডিসিতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প মাধ্যমের বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী জুলাই আন্দোলনের বিরোধীতা করে শেখ হাসিনার সমর্থনে মানবন্ধন করে। গণহত্যার ইন্ধনদাতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী সেই সকল শিল্পী ও কলাকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে বর্জনতালিকা ভুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিএফডিসির সামনে ‘জুলাই আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে ফ্যাসিবাদের দোসর চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী ও কলাকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয় ভাবে বর্জনতালিকা ভুক্তির দাবি নিয়ে ‘৩ আগস্ট চলচ্চিত্রের কালোদিবস’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।
এদিন উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলসহ অনেকেই।
চিত্রনায়ক উজ্জল বলেন, গত বছর এই চলচ্চিত্রের শিল্পীর কিছু মানুষ আমাদের সন্তানদের যৌক্তিক আন্দোলনের বিপক্ষে গিয়ে স্বৈরচারের পক্ষ নেয়। সেই স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনও এফিডিসিতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেটা আর হতে দেয়া যাবে না।
জুলাই গণহত্যার ইন্ধনদাতা শিল্পী-কলাকুশলীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধনে কথা বলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলনসহ আরও অনেকেই।
বিভি/জোহা




মন্তব্য করুন: