এবার নিউইয়র্কে বুবলীর সঙ্গে শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান এখন অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। শাকিব খান ঢাকা ছাড়ার পরপরই খবর মিলেছিল―ছেলে শেহজাদ খান বীরকে সময় দেয়ার জন্য নায়কের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলীও যাচ্ছেন।
সম্প্রতি নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে ছেলের সঙ্গে একসঙ্গে দেখা গেছে শাকিব ও বুবলীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, একটি কালো রঙের গাড়িতে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন নায়ক, আর পেছনে হাঁটছেন বুবলী।
এদিকে নিজের ফেসবুকে শাকিব খান ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।
দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন শাকিব। ওই সময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহর ঘুরে বেড়িয়েছেন তারা। তখন দেশে ফিরে নায়ক বলেছিলেন, আমি চাই আব্রাহামের কিছু সুন্দর স্মৃতি থাকুক। একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন তিনি।
দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান। এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।
মন্তব্য করুন: