• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

দর্শকদের প্রশংসায় ভাসছে ‘উড়াল’

প্রকাশিত: ২০:৩৬, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩৭, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দর্শকদের প্রশংসায় ভাসছে ‘উড়াল’

গতানুগতিক ধারার বাইরে গিয়ে অসাধারণ এক বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা উড়াল। যেখানে বন্ধুত্বের গল্পটাকে ক্যামেরার ফ্রেমে নিপুণভাবে ধারণ করা হয়েছে। আর সেখানে অভিনয় করেছেন একদল নতুন শিল্পীরা।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উড়াল। মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। মুঠোফোন, ল্যাপটপ-কম্পিউটার যখন ছিল না, এখনকার মতো ঘরে ঘরে যখন টেলিভিশন, বিদ্যুৎ ও ইন্টারনেট ছিল না; তখন কেমন ছিল শৈশব-কৈশোর ও তারুণ্যের সেই সব দিন; মানুষের যাপিত জীবন। সেই সময়ের কর্মজীবী তরুণ তিন বন্ধুর গল্প, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, হত্যা ও বিচারহীনতার করুণ বাস্তবতা ‘উড়াল’ সিনেমায় চিত্রিত হয়েছে। যা মন কেড়েছে সব শ্রেণির দর্শকদের।

উড়াল'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রায় প্রত্যেকেই নতুন মুখ। এটির নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তাঁরও এটি প্রথম কাজ। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন ইবাদ আলীম।

এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ। ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2