প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশী ফেস্টিভাল বাংলা মেলা ২০২৫ জমকালো আয়োজনে গান গেয়েছেন এ প্রজন্মের বাংলাদেশি কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। প্রথমবারের মত জেমসের সঙ্গে একই মঞ্চে গান করলেন তিনি।
এ নিয়ে মেহজাবীন মেহা বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মত একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আরও ভালো ভালো কাজ করতে চাই। মৌলিক গানের কাজ চলছে । খুব শীঘ্রই কয়েকটি গান আসবে।
এই অনুষ্ঠানে আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।
বিভি/জোহা
মন্তব্য করুন: