• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

দেশে থাকলে ভিক্ষা করতে হতো: আহমেদ শরীফ

প্রকাশিত: ১৮:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশে থাকলে ভিক্ষা করতে হতো: আহমেদ শরীফ

অভিনেতা আহমেদ শরীফ

সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। প্রায় ৬ বছর ধরে মার্কিন মুল্লুকে তিনি পরিবার নিয়ে বসবাস করছেন। তবে বিদেশে থাকলেও প্রায় সময় ছুটে আসেন নিজ দেশে। এবার জানা গেলো এই অভিনেতার দেশ ছাড়ার কারণ। 

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকাই সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণে এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল। সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা কথা বলার সময় দেশ ছাড়ার কারণ জানান আহমেদ শরীফ।

এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, ‘আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম, ভাই আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।’

অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছেন উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আজ আমি দেখছি, অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ, দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, সবার মঙ্গল করুক।’

বিভি/জোহা

মন্তব্য করুন: