• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হলেন তৌসিফ মাহবুব

প্রকাশিত: ২০:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হলেন তৌসিফ মাহবুব

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকের আলোচিত চরিত্রগুলোর মধ্যে কাবিলা, হাবু, পাশা, শুভ  অন্যতম। এর পাশাপাশি প্রথম ও দ্বিতীয় সিজনে নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিলো না নেহাল!

তবে দর্শকদের চাহিদার প্রেক্ষিতে আবারও ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন তৌসিফ মাহবুব। প্রচারে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহালকে।

মঙ্গলবার (৯ সেপ্টম্বর)  বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।

এ নিয়ে অমি বলেন, নেহালের ফিরে আসাটা একটা বড় চমক। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন নতুন কাজের মেয়ে, পাগলা সুজন-এর মতো চরিত্রগুলো আনা হয়েছে। যা এবারের পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে। 

বিভি/জোহা

মন্তব্য করুন: