• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ফরিদা পারভীনের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

প্রকাশিত: ১৮:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফরিদা পারভীনের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন না ফেরার দেশে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। এই দেশবরেণ্য লালন সংগীত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদা পারভীনের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এদিকে সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারা। সুপারস্টার শাকিব খান সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ফেসবুক পেজের স্টোরিতে তিনি লিখেছেন, লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তিনি আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি ছিলেন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

সঙ্গীতশিল্পী কনকচাঁপা বলেন, ফরিদা পারভীন লালনগীতিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা তুলনাহীন। আখড়ার সুর থেকে গান নিয়ে নিজের কণ্ঠে যে অনন্য উপস্থাপন করেছেন, তা ছিল একেবারে আলাদা। তার কণ্ঠের মায়া ও শক্তি হৃদয় স্পর্শ করত তীরের মতো।আমরা ভরাট এক সংগীতাঙ্গন দেখে বড় হয়েছি, কিন্তু ধীরে ধীরে সেই বটবৃক্ষরা হারিয়ে যাচ্ছেন। আমরা খুব অসহায় হয়ে পড়ছি।  

পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। শিল্পীর ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে কুষ্টিয়ার পৌর কবরস্থানে, মা–বাবার কবরের পাশে।

কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছর তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সর্বশেষ ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। কিডনি ও মস্তিষ্ক কার্যকারিতা হারায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত আজ সকাল সোয়া ১০টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2