হঠাৎ গান ছাড়ার ঘোষণা তাহসানের
 
								তাহসান খান
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে রেখেছেন তাহসান খান। ১৯৯৮ সালে ব্যান্ডদল ‘ব্ল্যাক’র মাধ্যমে শুরু হয় তার সঙ্গীতের পথচলা। এরপর ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসান নিজেস্ব ধারায় গান গাওয়া শুরু করেন। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সেই তাহসান হঠাতই গান ছাড়ার ঘোষনা দিলেন।
গত ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে গান ছাড়ার ইঙ্গিত দেন সময়ের অন্যতম সেরা গায়ক তাহসান। আর কনসার্টের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে তাহসান খাননে বলতে শোনা যায়, ‘অনেকেই বলাবলি করছে হয়তো এটাই হয়তো আমার শেষ কনসার্ট। এটা শেষ কনসার্ট না। তবে আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’
তিনি আরও বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করলে ভালো লাগবে?’ এসময় উপস্থিত দর্শকরা তাহসানকে গান না ছাড়ার অনুরোধও জানান।
তাহসান আরও জানান, তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়নি।
গানের পাশাপাশি অভিনেতা হিসেবেই ব্যাপাওক সমাদৃত ছিলেন তাহসান খান। কিন্তু বেশ কয়েক বছর হলো অভিনয়কে তিনি বিদায় জানিয়েছেন। এবার গান থেকে বিদায় নেয়ার ঘোষণা দিলেন তিনি।
বিভি/জোহা
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: