• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নতুন চমক নিয়ে আসছেন ন্যান্সি-মেজবা

প্রকাশিত: ১৮:২৫, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নতুন চমক নিয়ে আসছেন ন্যান্সি-মেজবা

মেজবা শরীফ ও ন্যান্সি

এবার একসঙ্গে গান গাইলেন সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী মেজবা শরীফ ও  জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি। ‘লাগছে দিলে চোট’ গানটির লিখা এবং সুর করেছেন মেজবা শরীফ নিজেই। মিউজিক করেছেন রেজওয়ান শেখ।  

খুব শীঘ্রই গানটি মিউজিক ভিডিওসহ রিলিজ হতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন মেজবা শরীফ। তিনি বলেন- ব্যস্ততার কারনে বেশ কয়েকদিন গান থেকে বিরত ছিলাম ৷ আবারও নতুন গান নিয়ে আসছি। আমার সাথে গানটি গেয়েছেন সকলের প্রিয় গায়িকা ন্যান্সি। গানটিও অসাধারণ হয়েছে। 

এছাড়াও মেজবার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’ সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। ফয়সাল রাব্বিকীনের কথায় 'এই পৃথিবী', অনুরূপ আইচের কথায় ‘আমি তোমার মন’ সাথে গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি। 

এছাড়াও তার গাওয়া গানের মধ্যে রয়েছে ‘ঝরছে বৃষ্টি’ এবং ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’,  ‘প্রিয়া’, ‘ভালোবাসি’,  ‘বোঝেনা সে বোঝেনা’, ‘একটু শোন’ ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’ ইত্যাদি।

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2