দেশের প্রথম সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’

বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ, নাম ‘ক্যাফে সোসাইটি’। এই সিরিজের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নোরাহ গ্লোবাল মিডিয়া। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেওয়া হয়। সিরিজটি পরিচালনা করছেন মাসুদ আল জাবের।
গল্পটি একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধু নিয়মিত আড্ডা দেয়। সেই ক্যাফেতে নানা ধরনের মানুষ আসে—কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের আনন্দ, সমস্যা আর স্বপ্নের গল্পগুলোই হাস্যরসের মাধ্যমে দেখা যাবে এই সিরিজে।
সিরিজের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন। তিনি বলেন, ‘আমাদের চার বন্ধু নিয়মিত ওই ক্যাফেতে সময় কাটাই। সেখানে প্রতিদিন নানা ধরনের মানুষ আসে—কেউ পরিচিত, কেউ নতুন। তাদের জীবনের মজার গল্প, ছোটখাটো সংকট আর স্বপ্নের কথাগুলোই এখানে কমেডির মাধ্যমে ফুটে উঠবে।’
সিরিজটির প্রযোজক রাজু মহাজন বলেন, ‘“ক্যাফে সোসাইটি” আমাদের সময়ের প্রতিচ্ছবি। আমরা এমনভাবে এটি তৈরি করছি, যেন কয়েক বছর পর কেউ এটি দেখে ২০২৫ সালের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে বুঝতে পারে। রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে মানুষের জীবনযাপন—সবকিছুই থাকবে এই গল্পে, তবে মজার ছলে।’
বাংলাদেশে এটি তাদের প্রথম প্রযোজনা হলেও নোরাহ গ্লোবাল মিডিয়া যুক্তরাষ্ট্রে বই প্রকাশনা ও তথ্যচিত্র নির্মাণে যুক্ত ছিল। রাজু মহাজন জানান, সামনে আরও কয়েকটি ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নেপাল ও ভারতে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতিও চলছে।
নির্মাতা মাসুদ আল জাবের বলেন, ‘এটা মূলত মানুষের জীবনের ছোট ছোট বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। গল্পটা খুব সহজ, কিন্তু দর্শক হাসির আড়ালে অনেক সত্য খুঁজে পাবেন। এই ঘরানায় বাংলাদেশে এর আগে এভাবে কাজ হয়নি।’
প্রথম মৌসুমে থাকবে ১৫টি পর্ব, প্রতিটি প্রায় ১৮ মিনিট দীর্ঘ। মাসুদ আল জাবের এর আগে রাজা মাস্তান, স্পর্শে আছ তুমি, তখন এই সময়ে, জেরিন, ইতি শিউলি এবং জনপ্রিয় সিরিজ ফার্মগেট-এর মতো কাজ পরিচালনা করেছেন।
বিভি/জোহা
মন্তব্য করুন: