• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

অরিজিতের সঙ্গে দ্বন্দ, অবশেষে ভুল বুঝতে পারলেন সালমান

প্রকাশিত: ১৪:১৭, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অরিজিতের সঙ্গে দ্বন্দ, অবশেষে ভুল বুঝতে পারলেন সালমান

ছবি: অরিজিৎ সিং ও সালমান খান

বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে ব্যাপক আলোচনা হয়েছিলো। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান।

‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, ‘আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।’ 

এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, ‘অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো, আর সেটা আমার দিক থেকেই হয়েছিলো।’

সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, অবশেষে তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে। 

২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়।

এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, ‘আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিলো।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2