• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নতুন ‘গ্যাড়াকল’–এ মাহী ও তানভীর

প্রকাশিত: ১৫:৫৩, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নতুন ‘গ্যাড়াকল’–এ মাহী ও তানভীর

নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী সামিরা খান মাহী ও হুরায়রা তানভীর, সঙ্গে আছেন ইন্তেখাব দিনার। ‘কর্মের ফলে গ্যাড়াকলে’– এমন শিরোনামে প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর নতুন ফ্ল্যাশ ফিকশনটি।

‘গ্যাড়াকল’র পোস্টারে দেখা যাচ্ছে তিনজনকে। যাদের মধ্যে কেন্দ্রে আছেন অভনেত্রী সামিরা খান মাহী। তার সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার, আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্য মিশ্রণ রয়েছে পোস্টারটিতে।

১৪ অক্টোবর বিকেলে প্রকাশ পেয়েছে ‘গ্যাড়াকল’–এর ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে, ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’– এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি।

‘গ্যাড়াকল’ নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, ‘গ্যাড়াকল’–এর গল্প তার আশেপাশের ঘটনা থেকেই নেয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন তিনি। রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে “গ্যাড়াকল”–এর গল্পে। শিক্ষা জীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

মিস্ট্রি–থ্রিলার ঘরানার ‘গ্যাড়াকল’র গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাক–কে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একেওপরের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি–অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতোটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কী সত্যি? জানতে দেখতে হবে ‘গ্যাড়াকল’। চরকিতে কনটেন্টটি মুক্তি পাবে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর)।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2