দ্বিতীয়বার বাবা হলেন নির্মাতা তপু খান
তপু খান ও তার পরিবার
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা তপু খান। এক যুগের ক্যারিয়ারে নির্মাণ করেছেন অসংখ্য নাটক ও সিনেমা। এবার দ্বিতীয়বারের মতো বাবা হলেন তিনি।
সোমবার ( ২৭ অক্টোবর) তপু খান নিজের ফেসবুকে একটি পোস্টে জানান, ১১টা ২২ মিনিটে রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থ আছেন বলেও জানান ‘লিডার: আমিই বাংলাদেশ’ খ্যাত এই নির্মাতা।
এই নিয়ে তপু খান বাংলাভিশনকে বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, আমাকে কন্যা সন্তানের পর পুত্র সন্তান দান করেছেন। এটি সত্যি খুব আনন্দের। আমি দেশবাসীর কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই।
নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছে তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন যাত্রার স্বপ্ন দেখছেন এই নির্মাতা।
বিভি/জোহা




মন্তব্য করুন: