• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শাহরুখের নতুন লুক নিয়ে বিতর্ক, মুখ খুললেন পরিচালক

প্রকাশিত: ১৪:৪২, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শাহরুখের নতুন লুক নিয়ে বিতর্ক, মুখ খুললেন পরিচালক

বলিউড কি কোনও ভাবে ‘ঘৃণা’র শিকার? প্রশ্ন তুলেছেন ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গত ২ নভেম্বর, শাহরুখ খানের ৬০ বছরের জন্মদিনে প্রকাশ্যে আসে তার আগামী ছবির টিজ়ার। ছবিতে তার পোশাক এবং চুলের ভঙ্গিতে হুবহু ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ ছবির ছায়া! বেশ কিছু অনুসরণকারী ছবির টিজ়ার প্রকাশ্যে আসার পরেই এই দিকে আঙুল তুলেছেন।

শাহরুখ শেষমেষ ব্র্যাড পিটকে ‘অনুকরণ’ করবেন? কারও মতে, এটি ‘অনুকরণ’ নয়, ‘অনুপ্রেরণা’। একদল আবার বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করার তালিকা তুলে ধরেছেন! তারা সমাজমাধ্যমে লিখেছেন, বলিউডের পাশ্চাত্যকে অনুসরণ করা নতুন নয়! হিন্দি ছবি ‘ফাইটার জেট’ যেমন ‘টপ গান’ ছবির নকল। একই ভাবে ‘শিপ’ তৈরি হয়েছে ‘টাইটানিক’ দেখে। সেই রকমই ‘কিং’ ছবিতে শাহরুখের পোশাক ‘এফ ১’ থেকে অনুপ্রাণিত।

বিষয়টি নিয়ে চর্চা বাড়তে থাকায় অবশেষে মুখ খুললেন ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ। তিনি লিখেছেন, “শাহরুখের ৬০ বছরের জন্মদিনে তাকে নিয়ে এতো চর্চা! অনুসরণকারীদের স্মৃতিতে কি ধুলো জমেছে?” তিনি এ প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন, শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ ছবির। 

২০১৭ সালের ওই ছবিতে তিনিই প্রথম নীল শার্ট আর ট্যান্‌ড জ্যাকেট পরেন। যা ২০২৫-এ ‘এফ ১’-এ পরতে দেখা গিয়েছে ব্র্যাড পিটকে। এই উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, “তা হলে কে কাকে অনুকরণ করলেন!” তিনি ক্ষোভপ্রকাশ করে এ-ও জানান, ইদানীং বলিউড যেন একটু বেশিই ‘ঘৃণা’র শিকার।

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2