• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ফের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে

প্রকাশিত: ২০:৫৫, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে

ফের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। ২৪ নভেম্বর তিনি বিয়ে করেছেন বলে জানা যায়। পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন গায়িকা। আর বিয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন গায়িকা নিজেই।

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা বলেন, ‘বছরখানেক আগে আমাদের পরিচয়, পরে বন্ধুত্ব হয়েছে। পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। আর শুভংকর খুবই ভালো মানুষ। আমাকে খুব ভালো বোঝে, আমার খুব যত্ন করে।’

পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে ২০১৭ সালে মডেল অর্ণব অন্তুকে বিয়ে করেন পূজা, ২০২১ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে।

‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে সংগীত জীবন শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লে-ব্যাকে পরিচিতি পেয়েছেন তিনি। দেড় যুগের ক্যারিয়ারে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন পূজা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2