নতুন গান নিয়ে হাজির হয়েছেন প্রত্যয় খান
নতুন গান নিয়ে হাজির হয়েছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী প্রত্যয় খান। ‘আমি কিছু বলিনি’ শিরোনামে গানটি মুক্তি পেয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।
গানের কথা লিখেছেন মেক্সিকোর বাংলাদেশি দূত মুশফিকুল ফজল আনসারী, সুর করেছেন এহসান রাহী, সংগীত করেছেন প্রত্যয় খান। গানটিতে প্রত্যয়ের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সুস্মিতা শারমিন, পরিচালনা করেছেন শিল্পী নিজেই।
প্রত্যয় খান বলেন, ‘মুশফিকুল ফজল আনসারী ভাই দারুণ লেখেন। তার কথার মধ্যে অন্যরকম এক শব্দ গাঁথুনী থাকে। রাহী ভাইয়ের সুরে গানটি শোনার পরই ভালো লেগেছিল। চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীতায়োজন করতে।’
বিভি/জোহা




মন্তব্য করুন: