• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পাচ্ছে কাল, চলবে স্টারের পর্দায়

প্রকাশিত: ১৯:২৬, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৭, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পাচ্ছে কাল, চলবে স্টারের পর্দায়

অ্যাভাটার সিরিজের নতুন চলচ্চিত্র ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ‍মুক্তি পাচ্ছে কাল (১৯ ডিসেম্বর)। বিশ্বের অন্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে।

জানা যায়, ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ সিনেমা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। ২০২২ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’। ২০২৫-এ মুক্তি পাচ্ছে তৃতীয় কিস্তি ফায়ার অ্যান্ড অ্যাশ।

গত ৫ ডিসেম্বর প্যারিসে সংবাদ সম্মেলনে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন জানান, সিনেমাটিতে সন্তানদের পরিচয় খোঁজার লড়াই ও বাস্তুচ্যুত পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যাতে দর্শক বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পান। প্রযুক্তি ও সংগীতেও থাকছে নতুনত্ব। সুরকার সাইমন ফ্র্যাংলেন জানিয়েছেন, সিনেমাটির সংগীত তৈরিতে তার সাত বছর সময় লেগেছে। তিনি ১ হাজার ৯০৭ পাতার স্বরলিপি লিখেছেন এবং পানডোরাবাসীদের জন্য সম্পূর্ণ নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন।

জেমস ক্যামেরন জানান, সিনেমাটির ব্যবসায়িক সাফল্যই ঠিক করবে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ পথচলা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2