বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই তাহসানকে নিয়ে রোজার একের পর এক পোস্ট
ছবি: তাহসান-রোজা (সংগৃহীত)
ভাঙনের পথে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসারজীবন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে ঘরোয়াভাবে বিয়ে করেন তিনি। শুরুতে এ তারকা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে বছর না ঘুরতেই তাদের বিবাহবিচ্ছেদের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। গত বছর ৪ জানুয়ারি এ মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন গায়ক। শুরুর দিকে দুজনকে ফুরফুরে মেজাজেই দেখা গেলেও সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তাহসান নিজেই জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই থেকে তিনি অনেকটাই দূরে সরে গেছেন ফেসবুক ও নতুন গান থেকে। নিজেকে বিনোদন অঙ্গন থেকে গুটিয়ে নেন। সংসারকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে বিবাহবিচ্ছেদের বিষয়টি সামনে এলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বরং তার ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো চোখে পড়ে তাহসানের উপস্থিতি। কাভার ফটোতে রয়েছে তাদের ঘুরতে যাওয়ার ছবি, আগের মতোই রয়ে গেছে তাহসানের সঙ্গে তোলা বিভিন্ন পোস্ট। তাদের বিচের ছবিও এখনো রয়েছে।
এমনকি বিচ্ছেদের খবর প্রকাশের পরও ফেসবুকে দেখা গেছে রোজা আহমেদের একের পর এক নতুন পোস্ট। আরও দেখা গেছে, কখনো বাইরে খেতে যাওয়ার ছবি, কখনো রাতের শহরে ঘোরাঘুরির মুহূর্ত, আবার কখনো হাতে আংটি দেখাচ্ছেন আবার অনেক সময় একগুচ্ছ ফুল। নিজের মতো সময় কাটানোর নানা মুহূর্তই শেয়ার করছেন রোজা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার এই সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
তাহসান ও রোজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বেড়ে যায়। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে।
উল্লেখ্য, গায়ক তাহসান খান এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। এরপর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।
বিভি/এআই



মন্তব্য করুন: