• NEWS PORTAL

  • সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

শাহরুখের ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা, বলিউডে হইচই (ভিডিও)

প্রকাশিত: ১৭:২৯, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩০, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শাহরুখের ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা, বলিউডে হইচই (ভিডিও)

বলিউডের কিং খ্যাত নায়ক শাহরুখ খানের আসন্ন সিনেমার নামও ‘কিং’। যা মুক্তির আগেই ভক্তদের মনে তুলেছে ঝড়। কবে মুক্তি পাবে এই সিনেমা, এই প্রশ্ন সব ভক্তের মনে। অবশেষে ভক্তদের আকাঙ্খা পূরণ করলো রেড চিলিস প্রডাকশন। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের কিং। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। অভিষেক বচ্চন থাকবেন ছবির প্রধান খলনায়ক চরিত্রে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরশাদ ওয়ারসিকেও। সিনেমার প্রযোজক আছেন শাহরুখের স্ত্রী গৌরী খান।

জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে শাহরুখের কিং।আইএমডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের অনুসন্ধান ও আগ্রহের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

আইএমডিবির তালিকায় পাঁচটি ভাষার মোট ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হিন্দি ভাষার সিনেমা। তালিকার দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট: ১’। তৃতীয় স্থানে রয়েছে থালাপতি বিজয় অভিনীত ‘জানানায়াগান’। চতুর্থ স্থানে প্রভাসের ‘স্পিরিট’, আর পঞ্চম স্থানে ইয়াশ অভিনীত ‘টক্সিক’।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত