• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি!

প্রকাশিত: ২৩:১৩, ১১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি!

রাজনীতিবিদ ও ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই নায়িকার  স্বামী এখন আসন্ন গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আর স্বামীর জন্য এলাকার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে। সেই প্রচারণায় যুক্ত হলেন মাহি।

গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে সেই মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই চিত্রনায়িকা। আর ক্যাপশনে লিখেছেন, ‘রকিব সরকার ভাইয়ের (বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী) পোস্টার লাগাই।’

সম্প্রতি মাহিয়া মাহি অভিনীত সিনেমা 'যাও পাখি বলো তারে' মুক্তি পেয়েছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ ও শিপন মিত্র। এদিকে মা হতে যাচ্ছেন বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2