• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভালো প্লেয়ার হলে খেলতে চলে আসো আমার সাথে: দীঘি

প্রকাশিত: ১৯:১৫, ২১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ভালো প্লেয়ার হলে খেলতে চলে আসো আমার সাথে: দীঘি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বুঁদ হয়েছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। এই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনে অংশ নিয়ে তার সঙ্গে খেলার আহ্বান জানিয়েছেন শিশু নায়িকা থেকে উঠে আসা এই অভিনেত্রী।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে একটি ক্যাম্পেইসে অংশ নিয়েছেন দীঘি। সোমবার (২১ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি লেখা এবং ভিডিও পোস্ট করে নায়িকা নিজেই বিষয়টি জানিয়েছেন।

পোস্টে দীঘি লিখেছেন, ‘এই ওয়ার্ল্ডকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু’! আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে হেল্প করবে টুর্নামেন্টজয়ী হতে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে, এখনই তোমরা, তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে EA Sports-এর ‘FIFA 2023’ লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নেবো একজনকে।’

পোস্টের সঙ্গে ১৮ সেকেন্ডের একটি ভিডিও দিয়েছেন দীঘি। সেখানে তিনি বলেছেন, ‘হ্যালো সবাই আমি প্রার্থনা ফারদিন দীঘি। ‘বিকাশ বিশ্বকাপ গেমারু’র জন্য আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।’

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2