আর্জেন্টিনায় মেহজাবীন

ছোটপর্দায় নিয়মিত ও জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীকে এবার দেখা গেল ভিন্নরূপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত ভিক্টোরির ভি চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস করতে। ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে মন ভেঙে যায় লাখো ব্রাজিলিয়ান সমর্থকদের।
নেটিজেনরা মনে করছেন মেহজাবীন আসলে ব্রাজিলের সাপোর্টারই নন। তিনি মূলত আর্জেন্টিনার সাপোর্টার। কেউ কেউ লিখেছেন সুবিধাবাদী জিন্দাবাদ।
কেউ কেউ লিখেছেন, জার্সি বদলের কথাও। আদনান আল রাজীব ভাই ব্রাজিলের সাপোর্টার হওয়ায় তার মন রক্ষার্থে ব্রাজিলের জার্সি পরেছিলেন তিনি।
তবে এই অভিনেত্রীকে এমন রুপে দেখে আর্জেটিনা সমর্থকরা আনন্দিত হলেও মন ভেঙ্গেছে ব্রাজিলিয়ান সমর্থকদের।
বিভি/এসআই
মন্তব্য করুন: