• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

আংটিবদল করলেন ‘দুষ্টু পোলাপাইন’র ঐশী, ঈদের পর বিয়ে

প্রকাশিত: ১৫:১১, ৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
আংটিবদল করলেন ‘দুষ্টু পোলাপাইন’র ঐশী, ঈদের পর বিয়ে

‘দুষ্টু পোলাপাইন’খ্যাত গায়িকা ঐশী অবশেষে বিয়ে করছেন। সবাই তাকে মঞ্চ কাপানো গায়িকা হিসেবেই চিনেন। কিন্তু গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক এবং মূল নাম ফাতেমা তুজ জোহরা। সম্প্রতি আড়াই বছরের পরিচিত একজনের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। ঈদের পরই বিয়ে।

গত বছর শিক্ষা জীবন শেষ করে একটি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন ঐশী। কাজ শুরুর কয়েকমাস পর এবার জীবনের নতু্ন অধ্যায় শুরুর খবর জানালেন তিনি। জানালেন বিয়ের পিঁড়িতে বসছেন।   

রবিবার রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদল হল তার। পাত্র নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। দু’জনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘বারাকাল্লাহু ফিকুম’।

একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।  ছবির সূত্র ধরে ঐশীর মা ঐশীর মা নাসিমা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আংটিবদলের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন বিষয়টি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2