• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গুরুতর অসুস্থ ‘বরবাদ’ খ্যাত এই নায়িকা

প্রকাশিত: ১৫:৪৩, ৩ এপ্রিল ২০২৩

আপডেট: ১৫:৫১, ৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
গুরুতর অসুস্থ ‘বরবাদ’ খ্যাত  এই নায়িকা

জনপ্রিয় নায়িকা ঋত্বিকা সেন

গুরুতর অসুস্থ ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋত্বিকা সেন। নাকে মুখে নল লাগানো আছে তার। অভিনেত্রী নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু বেশিক্ষণ সেই ছবি রাখেননি তিনি। কিছুক্ষণ পরেই সেটা ডিলিট করে দেন। 

কিন্তু কী হয়েছে তার? ভারতীয় মিডিয়া বলছে, বেলগাছিয়া রাজবাড়িতে আগামী ছবির শ্যুটিং করছিলেন অভিনেত্রী ঋত্বিকা। সেখানে কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রাথমিক ভাবে পাত্তা না দিলেও পরে বাড়াবাড়ি হওয়ায় তাকে ছুটি নিতে হয়। এখন শয্যাশায়ী অবস্থা তাঁর।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি লাল রঙের রাত পোশাকে দেখা যায়। সঙ্গে নাকে মুখে নল লাগানো। তার ছবি থেকেই স্পষ্ট হয় যে তিনি বেশ অসুস্থ এবং দুর্বল। তাকাতে পারছেন না ঠিক করে। তিনি নিজের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।’ অভিনেত্রীর অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন তার অনুরাগীরা। কী হয়েছে তার আদতে জানার জন্য মুখিয়ে আছেন সকলেই।

বেলগাছিয়ার রাজবাড়িতে শ্যুটিং চলাকালীন সেখান ধুলোবালি থেকে গলায় ইনফেকশন হয়ে যায়। এতদিন কথা বলতে পারছিলেন না। কিন্তু এখন চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নেব্যুলাইজার নিতে হয় তাকে। হাসপাতালের ডাক্তারের পরামর্শেই রয়েছেন এখন তিনি।

ঋত্বিকা জানান তিনি এখন যে ছবির শ্যুটিং করছিলেন সেটার শ্যুট আপাতত পিছানো হয়েছে তার অসুস্থতার কারণে। প্রথমে ইনফেকশনে হয় যখন তিনি পাত্তা দেননি। কিন্তু অবস্থার বাড়াবাড়ি হলে তাকে এখন শ্যুটিং করতে নিষেধ করা হয়। ফলে আপাতত ১৫ দিনের জন্য বেড রেস্ট নিতে বলেছে তাকে চিকিৎসক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2