• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

এক মাসেও আলোর মুখ দেখেনি ইএসকেএল’র দুর্নীতি বিষয়ক তদন্ত প্রতিবেদন

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: ১৮:২১, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৭, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এক মাসেও আলোর মুখ দেখেনি ইএসকেএল’র দুর্নীতি বিষয়ক তদন্ত প্রতিবেদন

এক মাস পেরিয়ে গেলেও মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবার দায়িত্ব পাওয়া থার্ড পার্টি প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিস কুয়ালালামপুর’- ইএসকেএল’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। 

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইএসকেএল’র দুর্নীতি বিষয়ক একাধিক প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৪ নভেম্বর সিনিয়র সহকারী সচিব মো: মেহেদী মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে সরেজমিন পরিদর্শন করে মতামত দেওয়ার জন্য গঠন করা হয় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। 


চিঠিতে বলা হয়- ‘বাংলাদেশ হাইকমিশন, কুয়ালামপুর, মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ইএসকেএল-এর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, সরকারের রাজস্ব তছরুপ ও গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন অনলাইন মাধ্যম দৈনিক আমার বাঙলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। অভিযোগটি সরেজমিন পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হলো।’

তদন্ত কমিটিতে আছেন- কাজী গোলাম তৌসিফ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেলিনা বানু, অতিরিক্ত মহাপরিচালক, (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

তবে এক মাস পেরিয়ে গেলেও এখনও এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের কোনো হালনাগাদ জানা যায়নি। এ নিয়ে ভুক্তভোগীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। 

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ করছে ইএসকেএল। এই অল্পদিনেই প্রতিষ্ঠানটি প্রবাসীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অনিয়ম ও দুর্নীতির কারণে। 

বিভি/এআই

মন্তব্য করুন: