ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল
কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের প্রধান উপদেষ্টা পলাশ রহমান জানান, ইতালির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভেনিসের কমিউনিটিকে অন্যতম বড় কমিউনিটি হিসেবে গণ্য করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের হিসাবে এ কমিউনিটির সদস্য সংখ্যা এখন ৪০ হাজার ছাড়িয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে এ সংগঠনটির জন্ম হয়। কমিউনিটির সকল ভালো কাজের সাথে এ সংগঠনটি আছে, ভবিষ্যতেও থাকবে।
প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তৃতা করেন উপদেষ্টা আমিনুল হাজারী, সহ-সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, অর্থ সম্পাদক জুম্মান অনিক মাতবর, সদস্য আনোয়ার হোসেন রানা।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, ভেনিস আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম সিকদার, কিশোর খন্দকার, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এসটি শাহাদাত হোসেন, বিএনপি নেতা শরিফুল আলম মৃধা, আব্দুল মান্নান, যুবদল সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী, আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, ব্যবসায়ী মোবারক হোসেন, ব্যবসায়ী মামুন ঢালী, আমরা কুমিল্লাবাসী সভাপতি নেয়ামত চৌধুরীসহ আরও অনেকে। সভাপতির বক্তৃতায় জাকির হোসেন সুমন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা আমিনুল হাজারী বলেন, সমাজের সব ধরনের মতভিন্নতা ও বিভেদ এড়িয়ে কমিউনিটির ঐক্য ধরে রাখতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ভেনিস বাংলা স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারসহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম।
বিভি/এআই
মন্তব্য করুন: