• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লটারি জিতে রাতারাতি ধনী হয়ে গেলেন ২ বাংলাদেশি

প্রকাশিত: ১৭:৩৮, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
লটারি জিতে রাতারাতি ধনী হয়ে গেলেন ২ বাংলাদেশি

লটারি জিতে ভাগ্যের চাকা ঘুরে গেলো দুই বাংলাদেশির। দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে আনন্দে মাতোয়ারা। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সাল থেকে দুবাই যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।

এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন।

আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।

লটারি জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।

দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2