• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বৈঠক

প্রকাশিত: ১১:০৫, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১১:০৬, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বৈঠক

ছবি: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। শুক্রবারের (২১ মার্চ) ওই বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হয়। উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে তাঁর পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা উল্লেখ করেন যে, ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল এই উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে। বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (FOC) আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ও মেক্সিকোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজ রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে মেক্সিকোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2