ফ্রান্সে ঈদ উপলক্ষে ‘বাণিজ্য মেলা: ঈদ বাজার ২০২৫’

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যে অনুষ্ঠিত হলো ‘বাণিজ্য মেলা: ঈদ বাজার ২০২৫’। সলিদারিতে আসি ফ্রান্স (SAF) এর এই আয়োজন হয়ে ওঠে প্রবাসীদের এক উৎসবমুখর মিলনমেলা। ঈদকে সামনে রেখে কেনাকাটার আবহ তৈরি করতেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী মেলার। ফ্রান্সের নানা প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ পণ্য, পোশাক, খাবার সমাহার নিয়ে মেলায় অংশ নেন।
মেলায় দর্শনার্থীরা যেমন নিজেদের পছন্দের পণ্য কিনেছেন, তেমনি উপভোগ করেছেন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। মেলায় প্রাণবন্ত পরিবেশে ছিলো নানা আয়োজন। শিশুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। নারীদের জন্য ছিলো আকর্ষণীয় শাড়ি, থ্রি-পিস, গয়না ও গৃহসজ্জা পণ্যের স্টল। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা জয়নব ফ্যাশন এর স্বত্বাধিকারী ফাতেমা বলেন, এবারের মেলায় অনেক সাড়া পাচ্ছি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ধরে রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে তারা প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন। SAF প্রেসিডেন্ট এন কে নয়ন জানান, ‘এটি আমাদের পঞ্চম আয়োজন। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব।’
মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন: