• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশি দূতাবাসের সতর্কতা 

প্রকাশিত: ১১:১৫, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশি দূতাবাসের সতর্কতা 

কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানি‌য়ে‌ছে দোহায় অবস্থিত বাংলা‌দেশ দূতাবাস। 

বুধবার (১৪ জানুয়ারি) রা‌তে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। পরবর্তী সময়ে এ প্রলোভনের বশবর্তী হয়ে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। এরইমধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ দাখিল করেছেন।

দূতাবাস আরও জানায়, এ পরিপ্রেক্ষিতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাবার জন্য লোভের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেকোনো পরিমাণ অর্থ প্রদানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।

বিভি/এসজি

মন্তব্য করুন: