• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মালদ্বীপের আদমশুমারিতে প্রবাসীদের তথ্য দেওয়ার আহ্বান

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মালদ্বীপের আদমশুমারিতে প্রবাসীদের তথ্য দেওয়ার আহ্বান

দ্বীপ-রাষ্ট্রের আদমশুমারিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্তভাবে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। প্রথমবারের মতো দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদেরও আদমশুমারির আওতায় আনা হয়েছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের বলেন, আতঙ্কিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে তথ্য তথ্য দিন।

মালদ্বীপ ব্যুরো অফ স্ট্যাটিসটিকস বা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আদমশুমারি কার্যক্রম চলবে। মালদ্বীপ ছোট দেশ হলেও এখানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকের সংখ্যা চার লাখের বেশি। যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি রয়েছেন।

উল্লেখ্য, এ আদমশুমারিতে বাংলাদেশি প্রবাসীরাও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজে অংশগ্রহণ করবে।

বিভি/এনএ

মন্তব্য করুন: