• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট’র বাগদান সম্পন্ন, কে সেই ভাগ্যবতী?

প্রকাশিত: ১৮:৩৭, ৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট’র বাগদান সম্পন্ন, কে সেই ভাগ্যবতী?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট বিয়ে করতে চলেছেন। এজন্য বাগদানও সম্পন্ন হয়েছে। তাই, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেই পারে, কে সেই ভাগবতী?

মিস্টার বিস্টের ভক্ত ৬ কোটি ৪০ লাখ। এতো ভক্তের ভাগীদার হতে চলেছেন মিস্টার বিস্টের দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সন। ইতোমধ্যে বাগদানও হয়েছে তাদের। অনেকের কাছে পরিচিত মুখ হলেও বাগদানের পর নতুন করে আলোচনায় এসেছেন বয়সন। কাকে বিয়ে করছেন বিস্ট, কি তার পরিচয় এই নিয়েও চলছে নানা চর্চা।

সাবস্ক্রাইবারের দিক থেকে বিস্টের ধারে কাছেও নেই মিসেস বিস্ট। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তিনিও একজন গেম স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিস্ট নিজেই। জানিয়েছেন পারিবারিকভাবে নির্জন দ্বীপেই সারতে চান, বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

বিস্ট আর থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ 'বিস্ট গেমস'-এর রেড কার্পেট ইভেন্টেও একসঙ্গে দেখা গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'স্কুইড গেম' দ্বারা অনুপ্রাণিত এই শোতে ১ হাজার প্রতিযোগী ৫ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2