• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক মারুফ কামাল খান

‘এখন খুব স্পর্শকাতর সময়, বিতর্কে পক্ষ নেওয়া উচিত নয়’

প্রকাশিত: ২১:৩৫, ২১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘এখন খুব স্পর্শকাতর সময়, বিতর্কে পক্ষ নেওয়া উচিত নয়’

মারুফ কামাল খান (ফাইল ছবি)

সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, ‘কোনো ব্যাপারে পর্যাপ্ত ও পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিতর্কেই পক্ষ নেওয়া বা সিদ্ধান্তমূলক মতামত দেওয়া উচিত নয়। এখন খুব স্পর্শকাতর সময়।’

শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

সেখানে মারুফ কামাল আরো লিখেছেন, ‘নানা পক্ষ নানা উদ্দেশ্যে নানা স্বার্থে নানা তৎপরতায় লিপ্ত। তাছাড়া দেশপ্রেমিক কোনো স্থায়ী পরিচয় নয়। একটি ঘটনায় দেশপ্রেমিক ভূমিকা পালনকারী ব্যক্তি পরের ঘটনায় দেশদ্রোহী তৎপরতায় জড়িত হয়ে যেতে পারে। কাজেই খুব খেয়াল করে কথা বলবেন, সতর্ক হয়ে পক্ষ নিবেন। বর্তমান নাজুক সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দু'চার জনের গুপ্ত আলোচনা বা শলাপরামর্শে নির্ধারিত হতে পারে না। সব স্টেক হোল্ডার ও সকল পক্ষ খোলা আলোচনার মধ্য দিয়ে দেশবাসীকে জানিয়ে, তাদেরকে আস্থায় নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক দেশবাসী, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2