গুলিবিদ্ধ হাদি: জুমার হুঁশিয়ারি ‘এক এক ফোঁটা রক্তের বদলা নিবো’
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে কঠিন হুঁশিয়ারি দিয়ে জুমা লিখেছেন, এক এক ফোঁটা রক্তের বদলা নিবো। আমি ওসমান হাদী নই যে ভালোবাসা দিয়ে সব জয় করার জন্য ময়লা পানি আরো মারেন বলব, ভাইয়ের রক্তের উপর দাঁড়াইয়া সুশীলতা করবো। আমার ভাইয়ের জীবন মৃত্যুর লড়াই নিয়ে কে কে নোংরামি করতেছে সব আমি দেইখা রাখতেছি।

হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানিয়েছেন, হাদির মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি একপাশে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। ব্রেইনের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা ব্রেইনের ভেতরে রয়ে গেছে। ডাক্তাররা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা ব্রেইনের স্পর্শকাতর এরিয়ায় তাই যে কোন প্রসিডিউর খুব রিস্কি।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: