• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকার দোহার থেকে রাসেলস ভাইপার উদ্ধার

প্রকাশিত: ১২:০৪, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
ঢাকার দোহার থেকে রাসেলস ভাইপার উদ্ধার

ঢাকার দোহার উপজেলার নারিশা থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেছে সেভ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (এসডব্লিউএএন) নামের একটি সংগঠন। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার পর সাপটি উদ্ধার করা হয়।

এসডব্লিউএএন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদনান আজাদ বলেন, সকালে খবর পেয়ে আমরা তিনজন দোহার যাই। সেখান থেকে সাপটি উদ্ধার করি। বন বিভাগের নির্দেশনায় আমরা এটি অবমুক্ত করবো।

উল্লেখ্য যে, প্রায় বিলুপ্তির পথে গিয়েছিল বিষধর চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। তবে, গত কয়েক বছর বিশেষ করে ২০২৪ সালে আতঙ্ক ছড়ায় সর্বত্র। এক সময় দেশের বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিললেও ২০২৪ সালে ৩২ জেলায় পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2