• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, এ সংখ্যা ১২০০ ছাড়ালো

প্রকাশিত: ২০:৫৩, ১৮ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, এ সংখ্যা ১২০০ ছাড়ালো

ফাইল ছবি

চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২০৬ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকাতে এবং ১৩ জন সারাদেশে মারা গেছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৪৯৫ জন। তাদের মধ্যে ঢাকাতে ৫৭৪ জন এবং সারাদেশে এক হাজার ৯২১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫১৩ জন এবং সারাদেশে ১ হাজার ৮৯১ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকাতে ৭৪২ জন এবং সারাদেশে ৪৬৪ জন।

চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জন। তাদের মধ্যে ঢাকাতে ৯৩ হাজার ৬৭৯ জন ও সারাদেশে এক লাখ ৫৩ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2