• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

প্রচণ্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ 

প্রকাশিত: ২২:২৯, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
প্রচণ্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ 

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। রোদের প্রখর তাপে শরীর জ্বালা শুরু হয়। গ্রীষ্মের এই তাপদাহ আপাতত কমার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, প্রচণ্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশুরা ভুগছে শ্বাসকস্ট বা নিউমোনিয়ায়। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৪৬টি শিশু। এদের মধ্যে ভর্তি রয়েছে ৯৯ জন। বেড সঙ্কটে রোগী রাখতে পারছে না তারা। 

বৈশাখের তাপে পুড়ছে সারাদেশ। গত কয়েকদিনের অসহনীয় গরমে নাকাল দেশবাসী। আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুরো এপ্রিল জুড়ে এমন গরম থাকবে।  

এদিকে, এমন গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় শিশুরা। প্রচণ্ড গরমে শিশুদের নানান রকম ঝুঁকি তৈরি হয়। তাই প্রচণ্ড গরমে প্রতিদিন অনেক শিশু নিমোনিয়া, ডায়রিয়া ও ভাইরাসজনিত সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চিকিৎসকরা।

অন্য বছরের এই গরমে শিশুদের মধ্যে ডায়রিয়ার হার বেশি দেখা গেলেও চলতি বছর ডায়রিয়ার প্রকোপ কিছুটা কম বলে জানালেন ওই চিকিৎসক।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: