‘স্বাচিপ চিকিৎসকদের অসহযোগিতায় হাসপাতালের আর্থিক লেনদেন বন্ধ’
শেখ হাসিনা সরকার পতনের দীর্ঘ একমাসের বেশি সময় অতিক্রম হলেও স্বাচিপ চিকিৎসকদের অনুপস্থিতি ও অসহযোগিতার কারণে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, হাসপাতালের ডাক্তার, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা।
বৃহস্পতবিার (১২ সেপ্টেম্বর) দুপুরে আইসিএমএইচ অডিটিরিয়ামের সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে আইসিএমএইচ-এর নির্বাহী পরিচালকের পদটি শূন্য থাকায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি ও হাসপাতালের সকল আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। তাই স্বৈরাচারের দোষরদের মুক্ত করে হাসপাতালের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাহী পরিচলক পদে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এসময় আগামী ১৫ই সেপ্টেম্বরের ভিতর এই সংকট নিরাশান না করা হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: