• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:২৭, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ০৯:২৭, ১৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। উক্ত আলোচনা সভায় কেক কেটে ২০২৫ কে স্বাগত জানানো হয় এবং ২০২৫ সালের বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়।

তাহার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইন্টিফিক সেমিনার, প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা, জাতীয় দিবস উদযাপন করা এছাড়াও বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং গেট টুগেদার আয়োজন করা।

খুব শীঘ্রই সারাদেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্ট বা ওষুধ বিজ্ঞানীদের সমন্বয়ে একটি পূর্ণমিলনী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়, যেখানে দলমত এবং রাজনীতির ঊর্ধ্বে থেকে সর্বস্তরের গ্রাজুয়েট ফার্মাসিস্টগণ একত্রিত হবেন।

নবীন গ্রাজুয়েট ফার্মাসিস্টদের পেশাগত মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে নিয়মিতভাবে  ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করিবেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম।

সভাপতি মো: আজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর আমরা প্রতিনিধি দল হসপিটাল ফার্মেসি চালুর ব্যাপারে মন্ত্রণালয়ে দফায় দফায় মিটিং করেছি এবং আমাদের দাবিগুলো স্পষ্ট আকারে লিখিত উপস্থাপন করেছি, বাংলাদেশের স্বাস্থ্য খাত আরো উন্নত  এবং নির্ভরশীল করার জন্য হসপিটাল ফার্মেসি এবং ক্লিনিক্যাল ফার্মেসী বাস্তবায়নের কোন বিকল্প নেই যাহা আমরা বোঝাতে সক্ষম হয়েছি, আমরা বিশ্বাস করি তারা আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে অতি দ্রুত হসপিটাল ফার্মেসি এবং ক্লিনিক ফার্মেসি বাস্তবায়ন করবেন।তাছাড়াও স্বাস্থ্যখাত সংস্কার  বিষয়ক কমিটির চেয়ারম্যান বরাবর আমরা আমাদের দাবিগুলো পেশ করেছি আমরা বিশ্বাস করি তারা আমাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করে সরকার বরাবর স্বাস্থকার সংস্কারের রোড ম্যাপ উপস্থাপন করবেন।’

সভাপতি মো. আজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানবীর। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার মাজিদ তারেক,  সহ-সভাপতি, মো. মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক আহসান আহমেদ, শিক্ষা ও গবেষক বিষয়ক সম্পাদক মোঃ নূরুল ইসলাম নাহি, সহপ্রচার সম্পাদক মামুন গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইমন ইসলাম, ইমরান হোসেন, রেদওয়ান, ইফাত, ফজল, মাহবুব তালুকদার,কার্যনির্বাহী সদস্য: আরিফ খান, ফয়সাল তারেক তন্ময়,লিমন হাসান, তামিম খান সহ আরও অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2