• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সিএমএইচে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২০:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সিএমএইচে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই কর্মশালা হয়। 

ঢাকা সিএমএইচ-এর চক্ষু বিভাগ আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসার বৈপ্লবিক কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা প্যানেল ও ইন্টারঅ্যাক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিকাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয়ে আলোচনা করেন। 

সেমিনারের শুরুতে লাইভ সার্জারি দেখানো হয়। আলোচকরা চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা ও ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ ঢাকা বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে আহত দুই হাজার ৭৪৪ জন আহত ব্যক্তিকে সুচিকিৎসা দিয়ে মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2