গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
‘আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করি’
গর্ভবতী মায়েদের নিয়ে চিন্তার শেষ নেই। এ সময় বিশেষ যত্নের প্রয়োজন হয়। প্রায় সকলেই প্রত্যাশা করেন স্বাভাবিক প্রসব। অনেকক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রসব না হলে অপারেশন বা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন মা। তবে, গর্ভকালীন যত্নের মাধ্যমে মায়েদের স্বাভাবিক সন্তান প্রসবের ব্যাপারে এগিয়ে আসার কথা জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বেশি কিছু নিয়ম নির্দেশনা রয়েছে যেগুলো মেনে চলাও অত্যন্ত জরুরি।
১. নিয়মিত ANC ভিজিটের গুরুত্ব:
• অন্তত ৮ বার চিকিৎসক/স্বাস্থ্যকর্মীর কাছে ভিজিট করুন
• রক্তচাপ, রক্ত, প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জটিলতা আগেই শনাক্ত হয়
• নিয়মিত ANC মা’কে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে
২. স্বাভাবিক প্রসবের উপকারিতা বোঝান:
• কম ঝুঁকি, কম খরচ
• মা ও শিশু দুজনের দ্রুত সুস্থতা
• ভবিষ্যতে গর্ভধারণে কম জটিলতা
৩. জন্ম পরিকল্পনা (Birth Plan) তৈরি করুন:
• ANC-এর সময়ই পরিবারসহ আলোচনা করে পরিকল্পনা তৈরি করুন
• স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিন, শুধু চিকিৎসাগত প্রয়োজনে সিজার
৪. স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকে সম্পৃক্ত করুন:
• স্বামী/শাশুড়ি ও পরিবারের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ
• পরিবারকে জানাতে হবে, সব সময় সিজার করা দরকার হয় না
৫. কমিউনিটি পর্যায়ে প্রচার বাড়ান:
• কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও মিডিয়ার মাধ্যমে প্রচার
• বাস্তব উদাহরণ ও ভিডিওর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
স্লোগান:
“জন্ম হোক নিরাপদ, স্বাভাবিক হোক প্রসব!”
“গর্ভকালীন যত্ন নিন, সিজারের ঝুঁকি কমান!”
লেখক: প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন,
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস (অবস্ এন্ড গাইনি)
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
সিসিডি (বারডেম), ঢাকা
কনসালটেন্ট, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: