১০০০ শয্যার হাসপাতাল উপহার দেবে চীন, নির্মাণ হবে কোথায়?

নীলফামারীর তিস্তা প্রকল্পের আশে-পাশে হতে পারে চীনের দেওয়া উপহারের এক হাজার শয্যার হাসপাতাল। বাংলাদেশের সাথে দেশটির ৫০ বছরের কুটনৈতিক সম্পর্ক উপলক্ষে চীন সরকার হাসপাতালটি উপহার দিচ্ছে। এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি জানান, আহতদের মধ্যে ৪০ জনকে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি জানান, সাত বছরের গুলিবিদ্ধ শিশু বাসিত আল মুসার চিকিৎসায় সাড়ে ছয় কোটি এবং আহত হাসানের চিকিৎসায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের।
এ ছাড়া আহত আরও ৮ জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। এরবাইরে আরও ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানের পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
বিভি/টিটি
মন্তব্য করুন: