চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়িয়ে গেলেও ভর্তি সীমিত

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলায় প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। বিপরীতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে আবার ঘরে ফিরে গেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ বলেন, জুন জুলাই মাস ডেঙ্গু আক্রান্তের মাস। সে হিসেবে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন। যার মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ৩৩ জন এবং শিশু ৬ জন রয়েছে। আর ছাড়পত্র দেয়া ৩৪ জনের মধ্যে রয়েছেন ১৬ জন পুরুষ, ১২ জন মহিলা এবং ৬ জন শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ জনকে রেফার্ড করা হলেও ভর্তি হয়েছেন ৪১ জন।
সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু একটি মশাবাহী রোগ। সাধারনত সন্ধ্যার দিকে এই ডেঙ্গু মশা মানুষকে কামড় দেয়। যেহেতু জেলায় ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম কিছুটা স্থবীর হয়ে পড়েছে সেহেতু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারপরেও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাইকিং কার্যক্রম অব্যহত রয়েছে। প্রতিটি মসজিদে জুম্মার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আশা করছি সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।
বিভি/এআই
মন্তব্য করুন: