• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘তামাক কোম্পানির সঙ্গে কোনো বৈঠক হয়নি, ভবিষ্যতেও হবে না’

প্রকাশিত: ২২:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘তামাক কোম্পানির সঙ্গে কোনো বৈঠক হয়নি, ভবিষ্যতেও হবে না’

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীর জন্য তামাক কোম্পানির সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। ভবিষ্যতেও এমন বৈঠক হবে না বলে আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র-ডরপ আয়োজিত “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের প্রয়োজনীয়তা" শীর্ষক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের কোনো বিকল্প নেই। এই আইনের প্রস্তাবিত সংশধনী পাসের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান নূর জাহান বেগম।

কেবল সরকারের ওপর ছেড়ে না দিয়ে তামাক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। 
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডরপ'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ'র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: