ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেলো আরও চারজনের, নতুন ভর্তি ১১০১
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও চারজন প্রাণ হারিয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১০১ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে তিনজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, এ বছরের শুরু থেকে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত ৭৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৯২ জন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: