• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

বায়ুদূষণের শীর্ষে দক্ষিণ এশিয়ার ৩ দেশের ৩ শহর (লাইভ আপডেট)

প্রকাশিত: ১২:১৩, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বায়ুদূষণের শীর্ষে দক্ষিণ এশিয়ার ৩ দেশের ৩ শহর (লাইভ আপডেট)

বায়ুদূষণে শীর্ষ ৩’এ মেগাসিটি ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) বিশ্বের ১২৬টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে। দূষিত নগরীর তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় ভারতের দিল্লি। ঢাকা তৃতীয়। অর্থাৎ, এশিয়ার তিন দেশের তিন শহর এতে শীর্ষ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে জানা যায়, ৩২৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে লাহোর, দিল্লির ২৮৩, ঢাকার পয়েন্ট ২৪৫। এছাড়াও, তালিকায় ২১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ উজবেকিস্তানের তাশকেন্ট শহর। পঞ্চম স্থান দখল করেছে ভারতের কলকাতা, ২১৫ পয়েন্ট।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এই লিংকে জানতে পারবেন লাইভ আপডেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2