• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করোনাঃ ২৪ ঘণ্টায় ফের বাড়লো মৃত্যুর সংখ্যা

প্রকাশিত: ১৬:৩৮, ২১ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:৩৯, ২১ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
করোনাঃ ২৪ ঘণ্টায় ফের বাড়লো মৃত্যুর সংখ্যা

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৯৯ জন। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ।

এখন পর্যন্ত মোট এক কোটি সাত লাখ ২৩ হাজার ৭৯৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ছয় জন পুরুষ ও এক জন নারী। 

গতকাল (শনিবার) কেউ না মারা যাওয়ার খবর জানিয়েছিলো অধিদফতর। এদিন ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিলো।
 
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিভি/এএন

মন্তব্য করুন: